কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়ায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিষয়ক আলোচনা

সাতক্ষীরার কলারোয়ায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার বিষয় নিয়ে এক আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, ভুট্টোলাল গাইন, এসএম শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আঃ রউফ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, আসলামুল আলম আসলাম, মুনছুর আলী, সোনালী ব্যাংকের প্রতিনিধি মনোতোষ সরকার, ডাঃ মেহেরুল্লাহ, মহিলা বিষয়ক অফিসের সহকারী নাজনীন খানম প্রমুখ।

কলারোয়ায় ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরার কলারোয়া ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন সদস্যদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। পৌর সভার মুরারীকাটি দাখিল মাদরাসায় অনুষ্ঠিত কর্মশালায় ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে উত্তম চাষাবাদ পদ্ধতি ও ফসলের বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্য তাসলিমা খাতুন, সিনিয়র ফিল্ড অফিসার তাওহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্পের কর্মকতা আব্দুল হামিদ, মুরারীকাটি দাখিল মাদরাসার সুপার মাওলনা মোঃ আবু বকর, সিনিয়র ফিল্ড অফিসার মাহমুদুল আল হাদী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্প’র কর্মকতা মোঃ কামরুল ইসলাম।

কলারোয়ায় ভারতীয় মালামালসহ এক চোরাচালানী আটক
সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় মালামালসহ এক চোরাচালানীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল ৯টার দিকে পৌর সদরের ঝিকরা গ্রামে।

থানা পুলিশ জানায়, পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মনির হোসেন (৩০) তার বাড়িতে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু ও পলিথিন রেখে বিক্রি করছিলো বলে অভিযোগ পাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তা আটক করে। আটককৃত মালামালের বাজার মূল্য প্রায় ৬ হাজার ৩শ’ ২০ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-০৯/১৫ হয়েছে।

কলারোয়ায় গাঁজাসেবী ও জুয়াড়ীর কারাদন্ড
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজাসেবী ও এক জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে উপজেলার একড়া গ্রামের মৃত মুনছুপ মোল্লার পুত্র রাজ্জাক মোল্লা (৪৫) কে বাড়িতে তাস খেলার অপরাধে আটক করে। তাৎক্ষনিক ভাবে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। এরপর উপজেলার উত্তর দিগং গ্রামের সরোয়ারের পুত্র আঃ কাদের (২৫) কে গাঁজা সেবনকালে আটক হয়। ঘটনা স্থানে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক অনুপ কুমার তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান ও কলারোয়া থানার এসআই আহাদ আহম্মেদ, এএসআই মামুনুর রহমান।

কলারোয়ায় ব্র্যাক ব্রি-২৮ধানের বাম্পার ফলনে মাঠ দিবস
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতাভূক্ত পৌর সদরের তুলসীডাঙ্গা ব্লকে ব্রি-ধান-২৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা লুৎফর রহমান, কর্মসূচির সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মোঃ আতিয়ার রহমান। মাঠ দিবসে শুরুতে ৫ জন কৃষকের তুলসীডাঙ্গা ব্লকে ব্রি-২৮ধান কর্তন করে দেখা যায় একরে গড়ে ৭৮ মণ ফলন হয়েছে। এতে কৃষকরা ভীষণ খুশি। এছাড়া মাঠ দিবসে ৫০জন কৃষক/কৃষাণীকে আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।



মন্তব্য চালু নেই