কমিশনার আমিনুল ইসলাম-সম্পাদক এম ঈদুজ্জামান

সাতক্ষীরা জেলা স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা স্কাউটস ভবনে এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক নাজমুল আহসান। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটস’র কমিশনার মুহা: আশরাফ উদ্দীন। এ সময় আরো বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক স্কাউটস’র সহ: পরিচালক ইকবাল হাসান, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন জেলা স্কাউটস’র সম্পাদক আবুল বাশার পল্টু। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, স্কাউটস একটি সেবা মূলক প্রতিষ্ঠান। স্কাউটস ভালো মানুষ প্রতিষ্ঠা করে। এ সময় তিনি স্কাউটস ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অধিবেশনে সহকারি লিডার ট্রেনার কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ইউনুছ আলী, লিডার ট্রেনার হওয়ায় এবং শ্যামনগর উপজেলার ছোট কুপট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম শফিউল আজম সহকারী লিডার ট্রেনার হওয়ায় জেলা প্রশাসক নাজমুল আহসান তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য লিডার ট্রেনার মো: ইউনুস আলীর ছেলে প্রেসিডেন্ট স্কাউটস এওয়ার্ড লাভ করে। ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে সকলের সম্মতিক্রমে জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকুকে জেলা কমিশনার ও এম. ঈদুজ্জামান ইদ্রিসকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মো: ইউনুস আলী, কৃষ্ণানন্দ মুখার্জী, মাও: আবুল হাসান, মো: মমতাজ উদ্দীন, মো: আ: মান্নান, কোষাধ্যক্ষ মো: আজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: আব্দুল মাজেদ। নব গটিত এ জেলা নির্বাহী কমিটি ২০১৫-১৮ বর্ষের জন্য ঘোষিত হলো। এ সময় জেলা স্কাউটস এর সকল কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই