দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন পালিত
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আগামী ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে শুক্রবার দেশব্যাপী কর্মসূচীর আওতায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
উপজেলার বিভিন্ন এনজিও যথাক্রমে আশার আলো, ভূমিজ ফাউন্ডেশন, নওয়াবেকী ফাউন্ডেশন সহ বিভিন্ন বেসরকারী সংস্থার সহযোগীতায় প্রায় তিন শতের বেশী মহিলার উপস্থিতিতে উক্ত মানববন্ধন পালিত হয়।
এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরন বিশ্বাস, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আশার আলোর কর্মকর্তা সতিকা সরকার, ভূমিজ ফাউন্ডেশনের শহিদুল ইসলাম, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন প্রমুখ।
বক্তারা নারী আন্দোলনকে সকল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, নারীরা এখন আর অবহেলিত নয়। নারীরা এখন তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন এবং অনেক বেশী আত্মবিশ্বাসী। বক্তারা নিজেদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী হওয়ার মাধ্যমে দেশের কল্যানে কাজ করার জন্য নারীদেরকে আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কমৃকর্তা মিসেস নাজমুন্নাহার আগামী ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবসে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে সবাইকে নারীর প্রতি সহনশীল ও তাদের ন্যায্য অধিকার আদায়ে আরো বেশী সচেষ্ট হওয়ার দাবী জানান।
মন্তব্য চালু নেই