সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বেঁড়িবাধে ভাঙন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামের খোলপেটুয়া নদীর দেড়শ ফুট বেঁড়িবাধ ভেঙ্গে বিছট গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতের জোয়ারে এ বাঁধ ভেঙ্গে ওই গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত বেঁিড়বাধ এলাকাবাসী স্বোচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কারের কাজ করছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান দুপরে ঘটনস্থলে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত বাধের সংস্কার কাজের তদারকি করেন। আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, শুক্রবার গভীর রাতে তার ইউনিয়নের বিছট গ্রামের খোলপেটুয়া নদীর দেড়শ ফুট বেঁড়িবাধ ভেঙে যায়। সাথে সাথে এলাকার লোকজনকে জড়ো করে সেখানে ৪/৫শ লোকজন নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাধ নির্মানের কাজ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার দুপুর) সেখানে একটি রিং বাধ দিয়ে সাময়িকভাবে পানি ঢোকা বন্ধ করে দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ এর সেকশন অফিসার ( এস.ও ) আব্দুল মতিন জানান, তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছে। দ্রুত বাধ মেরামতের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই