সাতক্ষীরার কলারোয়ায় ৭১’র শহীদদের স্মরণে নামযজ্ঞ অনুষ্ঠান পন্ড করার চেষ্টা
কলারোয়ায় ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে হিন্দু সম্প্রদায় আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠান পন্ড করার চেষ্টা চালিয়েছে কতিপয় উচ্ছৃংখল যুবকরা। বুধবার রাত ৯টার দিকে পৌরসভাধিন মুরারীকাটি পালপাড়া গণকবরের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৭১’র ২৯ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন সময়ে মুরারীকাটি উত্তর পালপাড়ায় পাকহানাদার ও রাজাকার বাহিনীদের হাতে শহীদ ৯জনের গণকবরের সামনে তাদের স্মরণে স্বাধীনতার পর থেকেই ৩দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারবাহিকতায় ওই অনুষ্ঠানে ২য় দিন বুধবার রাত ৯টার দিকে একদল উচ্ছৃংখল যুবকরা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি পন্ড করার চেষ্টা চালায়। এসময় তারা আয়োজক ও উপস্থিত ব্যক্তিদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি তাৎনিকভাবে থানা প্রশাসনকে জানালে ওসি মুন্সি মোফাজেল হোসেন কনক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই ওই যুবকরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে রাতেই সেখানে উপস্থিত হন সাতীরা -১ আসনের (তালা-কলারোয়) সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুলাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, মুক্তিযোদ্ধা মাস্টার আ. রউফ, আ’লীগ নেতা আরাফাত হোসেন, পৌর কাউন্সিলর ইমাদুল হকসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরিস্থিতি শান্ত হলে অনুষ্ঠানটি পুনরায় শুরু হয়। এ ঘটনায় নামযজ্ঞের আয়োজক কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ােভের সৃষ্টি হয়েছে।
মন্তব্য চালু নেই