কলারোয়ার (সাতক্ষীরা) কিছু সংবাদ
বিএনপি’র অবরোধ ও হরতালের প্রতিবাদে কলারোয়ায় আ.লীগের মিছিল
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচি ও হরতালের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে পৌর শহরে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী সাহাজাদা, যুবলীগনেতা আসাদুজ্জামান তুহিন, আশিকুর রহমান মুন্না, শাহাজাহান কবির বাবলু, আ.লীগনেতা প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম, আকিমুদ্দিন আকি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আঃ রহিম, শ্রমিকলীগ নেতা এনায়েত খান টুন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর-রশিদ, সম্পাদক রেজানুজ্জামান লিটু, স্বেচ্ছাসেকলীগের যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান সাইদ, উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মাহফুজুর রহমান মাফুজ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান শিমুল, সাধারণ সম্পাদক আহনাফ তাজিন অনিক, তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বাবু রনজিৎ কুমার ঘোষ, আ’লীগনেতা উত্তম কুমার ঘোষ, আবু বক্কার সিদ্দিক লাভলু, দিতি, ইউপি সদস্য মিলন কুমার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান শিমুলসহ আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
কলারোয়ায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক : ২ গৃহবধূসহ শিশু হস্তান্তর
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকে আটককৃত দুই বাংলাদেশি গৃহবধূসহ এক শিশুকে হস্তান্তর করেছে। শুক্রবার সকাল ১০টায় কাকডাঙ্গা বিজিবির নায়েব সুবেদার বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই দুই গৃহবধূ ভারত থেকে বাংলাদেশে আসার সময় তারালী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে। পরে সাকাল ১০টায় কেঁড়াগাছি মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের বিজিবি’র কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলো-যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (২০), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ওসমান আলী গাজীর স্ত্রী ফরিদা বেগম (২৫) ও তার শিশু পুত্র ফরিদুল ইসলাম গাজী (৫)। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা (নং-০৭/১৫) দায়ের হয়েছে।
কলারোয়ায় বিএনপি নেতাসহ আটক ৪
সাতক্ষীরার কলারোয়ায় এক ইউনিয়ন বিএনপি নেতাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার গয়ড়া গ্রামের মৃত আফছারউদ্দিনের পুত্র শওকত আলী গাজী (৩৮), সোনাবাড়ীয়া গ্রামের মৃত মোনতাজ সরদারের পুত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আঃ হামিদ সরদার (৬৫), আঃ মজিদের পুত্র উজ্জল হোসেন (২৪) ও পৌর সদরের মুরারিকাটি গ্রামের শেখ আনছার আলীর পুত্র গোলাম রসুল (১৮)। আটককৃতরা এলাকায় নাশকতা কার্যক্রম চালাতে পারে এমন সন্দেহ ভাজন আসামি হওয়ায় তাদেরকে আটক করা হয়।
মন্তব্য চালু নেই