সাতক্ষীরা ৩৮ বিজিবি’র এক বছরে ৩৬ কোটি ১১ লাখ ৪ হাজার ৭২৪ টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার।। রাজস্ব আয় ৪৩ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা

সাতক্ষীরা ৩৮বিজিবি সদস্যরা গত এক বছরে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ কোটি ১১ লাখ ৪ হাজার ৭২৪ টাকা মুল্যের অবৈধ পণ্য আটক করেছে। গত এক বছরে গরু থেকে ৪৩ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। এরমধ্যে ভারত থেকে আসার পথে ৩০ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৩৫৯ হাজার টাকার ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৩৬৫ টাকার মালামাল আটক করা হয়। এ সময়ের মধ্যে ৩১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ২৩৫ বোতল মদ ও ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত এক বছরে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৪৮ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সুত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে ১ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার ৪৭১ টাকা, ফেব্রয়ারি মাসে ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৯৭৪ হাজার টাকা, মার্চ মাসে ৩ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৪৭১ টাকা, এপ্রিল মাসে ১ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৪৮৬৬ টাকা, মে মাসে ২ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৯২১ টাকা, জুন মাসে ৩ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৭৪৬ টাকা, জুলাই মাসে ৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ২৮৪ টাকা, আগষ্ট মাসে ৪ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪৪৭ টাকা, সেপ্টেম্বর মাসে ৪ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮৮৬ টাকা, অক্টোবর মাসে ১ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার ৪৯৫ টাকা, নভেম্বর মাসে ২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৬১০ টাকা ও ডিসেম্বর মাসে ১ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৯৫৩ টাকার পণ্য আটক করা হয়েছে। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রীপিচ, থানকাপড়, রূপা, বিভিন্ন প্রকার মসলা, ওষুধ, ফল, কসমেটিক, ইমিটেশন সামগ্রী, পলিথন ও পলিব্যাগ, জুতা, দুধ, মোটরসাইকেল, বিড়ি, বাইসাইকেল, ষ্টিল সামগ্রী। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে আটক করা হয়েছে রসুন, সুপারি, ইঞ্জিন ভ্যান, গরু ও ছাগলের চামড়া, সোনা, মাছসহ বিভিন্ন পণ্য। সাতক্ষীরা সীমান্তের চান্দুড়িয়া, হিজলদি, মাদরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কুশখালি, গাজিপুর, ঘোনা, ভোমরা, ঝাউডাঙ্গাসহ ব্যাটালিয়ন সদর থেকে অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী আটক করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী সাংবাদিকদের জানান, গত এক বছরে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ লাখ ১১ লাখ ৪ হাজার ৭২৪ টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ৪৮ জন চোরাকারবারিকে। গরু থেকে এক বছরে ৪৩ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা রাজস্ব আয় করা হয়েছে। ৩৮ বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা রাতে দিনে সীমান্তে নিয়মিত টহল দিচেছন। চোরাচালান, মাদক নারী ও শিশু পাচার রোধে সীমান্ত এলাকায় মাইকিং, মতবিনিময় সভা, মসজিদের ইমামদের মাধ্যমে প্রচার, মাদক বিরোধী ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। সীমান্তে আগের চেয়ে চোরাচালান রোধসহ আইন শৃংখলা পরিস্থিতি ভালো রয়েছে।



মন্তব্য চালু নেই