সাতক্ষীরার কলারোয়ায় পাঠ্যপুস্তক উৎসব।। নতুন বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা জুড়ে নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার শিক্ষার্থীরা বই উৎসবে মাতোয়ারা ছিলো। পাঠ্যপুস্তক উৎসব দিবসে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালনকরা হয়। এদিন সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় পাঠ্যপুস্তক। উপজেলা পরিষদ চত্বরে পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পৌর এলাকার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের একটি অন্যতম বড় সাফল্য হলো বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা। প্রথম দিনে বই হাতে পাওয়া শিক্ষার্থীরা তাদের পাঠ গ্রহণে আরও বেশি অনুপ্রাণিত হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষিকা আবেদা খাতুন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলি, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলি, ডা.আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ। এছাড়া কলারোয়া পৌরসভাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের খবর পাওয়া গেছে। মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, মুরারীকাটি মাদরাসা, কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল, তুলসিডাঙ্গা সরকারি প্রাইমারি স্কুল, কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুল, মির্জাপুর প্রাইমারি স্কুলসহ অন্যান্য স্কুলে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়েছে। পৌর এলাকার বাইরের প্রতিষ্ঠানের মধ্যে তৈলকূপি সরকারি প্রাইমারি স্কুল, চেড়াঘাট সরকারি প্রাইমারি স্কুল, চন্দনপুর হাইস্কুল, বিএসএইচ সিংগা হাইস্কুল, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদপুর সরকারি প্রাইমারি স্কুল, বড়ালি সরকারি প্রাইমারি স্কুল, দমদম প্রাইমারি স্কুল, রাজপুর সরকারি প্রাইমারি স্কুল, দরবাসা প্রাইমারি স্কুলসহ সকল স্কুলে পাঠ্যপুস্তক উৎসব পালনের খবর পাওয়া গেছে।

কলারোয়ার বুঝতলা মাদরাসায় শিক্ষার্থীদের বই বিতরণ
কলারোয়ার বুঝতলা আবু বকর সিদ্দিকী সিনিয়র আলিম মাদরাসায় শিক্ষার্থীদের মাধ্যে বিনামুল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বুঝতলা আবু বকর সিদ্দিকী সিনিয়র আলিম মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপিস্থত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। বই বিতরণকালে উপস্থিত ছিলেন বুঝতলা আবু বকর সিদ্দিকী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আঃ হাই, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আরবি শিক্ষক এটিএম রুহুল কুদ্দুস, বাংলা প্রভাষক আনন্দ মোহন রায়, শিক্ষক কোরবান আলী, ইমামুল, ইউপি সদস্য মনিরুল ইসলাম, বদরুজ্জামান, আব্দুল মোমিন মিঠু ও রেজাউল করিমসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবকবৃন্দ।

কলারোয়ার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বই বিতরণ
কলারোয়ার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেনসেএমসি’র সভাপতি শহর আলী। সমাবেশে উপস্থিত ছিলেন সমাজসেবক শামছুল হক প্রধান, সাংবাদিক এমএ মাসুদ রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৈতালী মুখার্জী প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক মা ও ছাত্র-ছাত্রী উপস্থিত হয়।



মন্তব্য চালু নেই