রামভদ্রপুর প্রাইমারিতে শতভাগ পাশ

কলারোয়ায় গাঁজা বিক্রেতাকে কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা বিক্রেতাকে এক বৎসরের কারাদন্ড প্রদান করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ব্রজবাকসা জামালের মোড় এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে একটি দল। এ সময় থানার এসআই হিমেল ব্রজবাকসা গ্রামের মৃত আলি বকস সরদারের ছেলে গাঁজা বিক্রেতা আবু তালেব (৪৩) কে ৪ পুরিয়া গাঁজাসহ আটক করেন। আটককৃত আবু তালেবকে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারকের নিকট নেওয়া হলে সেখানে তাৎক্ষণিক ভাবে বসা ভ্রাম্যমাণ আদালতে সে নিজ দোষ স্বীকার করে। ফলে বিজ্ঞ আদালতের বিচারক অনুপ কুমার তালুকদার তাকে এক বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আব্দুল মান্নান, তৌহিদুর রহমান ও আব্দুল কুদ্দুস।

কলারোয়ার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ পাশ
সদ্য ঘোষিত পিএসসি পরীক্ষায় কলারোয়ার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের সভাপতি হারিজ মো: পরশ সাংবাদিকদের জানান, বিদ্যালয় থেকে এ বছর ৬৩ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছ ৫ জন শিক্ষার্থী। তিনি আরও জানান, ওই অঞ্চলের ক্লাস্টারের মধ্যে বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করেছে।



মন্তব্য চালু নেই