দেবহাটার নওয়াপাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের মাদক ও সন্ত্রাস বিরোধী সভা
দেবহাটা উপজেলার নওয়াপাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী এক সভা সোমবার বিকাল ৪ টায় গাজীরহাট স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং ফোরামের সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাসের সভাপতিত্বে এবং পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক আনিছুর রহমান বকুলের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মনির হোসেন, দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। প্রধান অতিথি দেবহাটা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষনা দিয়ে বলেন, পুলিশ ও জনতার যৌথ প্রয়াসে অত্র উপজেলাকে একটি শান্তিপূর্ন ও অরাজকতামুক্ত করা হবে। তিনি বলেন, সাতক্ষীরা পুলিশ সুপারের আগমন পরবর্তী সাতক্ষীরা জেলার মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। আর এজন্য তিনি পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি জনগনকে সচেতন হওয়ার আহবান জানান। সভায় সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য/ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই