শিশু বিশেষজ্ঞ ডা: শামসুর রহমানের মাতা আনোয়ারা বেগমের ইন্তেকাল
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার শিশু বিশেষজ্ঞ ডা: শামসুর রহমানের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না ….. রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সাতক্ষীরা ডক্টরস ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মরহুম আলহাজ্ব কেরামত আলি বিশ্বাসের সহধর্মিণী। মত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জ্যেষ্ঠ পুত্র মিজানুর রহমান ব্যাংকার, অপর পুত্র হবিবর রহমান শ্রমিক নেতা, তৌহিদুর রহমান উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
শুক্রবার জুম্মা নামাজ শেষে চুপড়িয়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত নামাজে জানাযায় সমাজের সকল শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী। জানাযা শেষে জামে মসজিদের পাশে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
আগামিকাল রোববার যোহর নামাজ শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দোয়া অনুষ্ঠানে সকলকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানিয়েছেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র মিজানুর রহমান।
মন্তব্য চালু নেই