কলারোয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্র অংকন প্রতিযোগিতা
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে এক চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কলারোয়ার ইতিহ্যবাহী জিকেএমকে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত চিত্র অংকন প্রতিযোগিতা আয়োজন করেন হাতে খড়ি নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
৪টি গ্রুপে চিত্র অংকন প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু-কিশোর অংশগ্রহন করেন। চিত্র অংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আইনজিবী আলী আহম্মেদ, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক জামিল হোসেন, ডাঃ আমান, মহুয়া আহম্মেদ, সঞ্জিত বিশ্বাস। চিত্র অংকন প্রতিযোগিতার বিচারক পিন্টু, সাইফ, মহুয়া। অনুষ্ঠানে ৪টি গ্রুপের মধ্যে বিজয়ী ফারিহা সিদ্দিকী, যোহন সরকার, নুরজাহান, প্রান্তি, মুর্শিদা, হ্যাপিকে পুরস্কারিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাতে খড়ির পরিচালক কাজী শাহিন।
মন্তব্য চালু নেই