কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এএসএম ডাঃ আতিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার আক্তার ময়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, অধ্যক্ষ মাও. মুহা. আয়ুব আলী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ লিটন, বিআরডিবি সভাপতি আ. গফুর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী।
মন্তব্য চালু নেই