কলারোয়ায় অন্বেষা কিশোর থিয়েটারের উদ্যোগে মহান বিজয় দিবসে ক্রিয়া অনুষ্ঠান

গতকাল বৃহস্পতিবার সকালে কলারোয়ায় অন্বেষা কিশোর থিয়েটারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার গদখালী যুব উন্নয়ন সংঘের সভাপতি আমিনুজ্জামান, কলারোয়ায় অন্বেষা কিশোর থিয়েটারের শেখ মুরাদ, রিপোন গাজী, সাংবাদিক আরিফ চৌধুরী, সুজন, শরিফুল, তুহিন, রাজন, বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে উপহার তুলেদেন অতিথিবৃন্দরা। সার্বিক সহযোগিতায় অন্বেষা কিশোর থিয়েটারের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান মোস্তাক।

 

কলারোয়া সীমান্তে ৩কেজি স্বর্ণসহ এক বাংলাদেশী আটক

ভারতীয় বিএসএফ কলারোয়া সীমান্তের সোনাই নদীর ওপারে ফারুক হোসেন (২৮) নামে এক বাংলাদেশীকে ৩ কেজি ওজনের ৩০ পিচ সোনার বারসহ আটক করেছে। সে কলারোয়া উপজেলা ভাদিয়ালী গ্রামের মৃত্যু নূরু ইসলামের ছেলে। প্রতক্ষ্যদর্শী এলাকাবাসি সুত্রে জানা গেছে, গতপরশু বুধবার সন্ধা আনুঃ সাড়ে ৫ টায় ফারুক হোসেন নৌকাযোগে সোনাই নদী পার হয়ে ভারতীয় এলাকায় প্রবেশ মাত্র হাকিমপুর বিএসএফ তাকে আটক করে। কিন্তু গোপন সংবাদ মোতাবেক সোনা না পেয়ে বিএসএফ সারা রাত ফারুকের উপর নির্মম নির্যাতন চালায়। পরে ফারুকের স্বীকারোক্তি মোতাবেক ভারতের হাকিমপুর ফাড়ির ৭/৮ বিএসএফ গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টায় সোনাই নদীর পানির নীচে তল্লাসী চালিয়ে গামছায় বাধা ৩০ পিস সোনার বার উদ্ধার। স্থানীয় ইউপি মেম্বর সোহরাব হোসেন সাংবাদিকদের জানায়, ভাদিয়ালী সোনাই নদীর পাড়ে ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক অধিবাসি বিষয়টি তাকে জানিয়েছে। তবে এঘটনায় মাদরা বিজিবি বিষয়টি জ্ঞাত নয় বলে জানান।

কলারোয়ার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ
গতকাল বৃহস্পতিবার কলারোয়ার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ এর বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার News-photo--18--দিকে স্কুল চত্বরে অনুষ্ঠিত বার্ষিক পরিক্ষার ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারিজ মোহাম্মাদ পরশ, সহ-সভাপতি সাংবাদিক হাসান মাসুদ পলাশ, আব্দুর রহমান গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ পারভীন ইতি, শিক্ষক শাহেলা শারমিন, নাজমুন নাহার, শারমিনা আকতার,  শাহিদা খাতুন, ইকরামুল কবির, এসএম আব্দুস সুকুর, কেসিজি হাই স্কুলের সহকারী শিক্ষক আকতার ফারুক, আব্দুল লতিফ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র ডালিম হোসেন ও সোহাগ রানা নয়ন।

 

কলারোয়ায় পানি প্রযুক্তি রক্ষণাবেক্ষনের উপর প্রশিক্ষণ
গতকাল বৃহস্পতিবার সকালে কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশন-এর যৌথ উদ্যোগে কলারোয়া প্রি-ক্যাডেট বিদ্যালয়ে আর্সেনিক আয়রন দূরীকরন প্রযুক্তি দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে রক্ষণাবেক্ষকারীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনটি পরিচালনা করেন আমাদের কলারোয়া প্রকল্পের ট্রেনিং ও ডকুমেন্টেশন অফিসার এবং ভারপ্রাপ্ত প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান মিজান, ফিল্ড ইঞ্জিনিয়ার রাকেশ শাহা। এতে তিনটি বিদ্যালয় পর্যায়ে এবং দুইটি কমিউনিটি পর্যায়ে নির্মিত এআইআরপি থেকে মোট ১০ জন রক্ষণাবেক্ষণকারী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে রক্ষণাবেক্ষণকারীগণ কিভাবে পানির উৎস রক্ষণাবেক্ষণ করতে পারবেন সে বিষয়ে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং এর পাশাপাশি এ বিষয়ে সকল উপকারভোগীদের সচেতনতা বৃদ্ধিতে তাঁরা সহায়তা করতে পারবে।

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের ভোট গ্রহন
গোপাল চন্দ্র সভাপতি, রিপন কুমার সম্পাদক নির্বাচিত
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাঁকজমক ও অনাড়ম্বরপূর্ণ পরিবেশে কলারোয়ার কুশোডাঙ্গা ই্উনিয়ন পূজাউদযাপন পরিষদের কমিটি গঠন প্রক্রিয়া ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভোটগ্রহন পূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু রাম প্রসাদ দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক- বাবু সিদ্বেশ্বর চক্রবর্তী। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুশোডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসলামুল আলম আসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি- বাবু সুনিল কুমার সাহা, যুগ্ন সম্পাদক যথাক্রমে- হরেন্দ্র নাথ রায় এবং বাবু সন্তোষ কুমার পাল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ ও জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান তপন কুমার সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতা উত্তম কুমার, রামলাল দত্ত, মাষ্টার প্রশন্ত কুমার দে, সাংবাদিক ইব্রাহিম খান প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ভোটগ্রহন শুরু হয়। শুধু মাত্র সভাপতি পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ০২ জন প্রার্থীর মধ্যে নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোপাল চন্দ্র দে ঘড়ি প্রতীক এবং মাষ্টার প্রদীপ কুমার তালা প্রতীক নিয়ে নির্বাচন করেন। মোট ৭৭জন ভোটারের মধ্যে সভাপতি প্রার্থী গোপাল চন্দ্র দে ঘড়ি মার্কায় ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  তালা মার্কায় মাষ্টার প্রদীপ পেয়েছেন ৩১ ভোট ও বাতিল হয়েছে ১টি ভোট। সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় রিপন কুমার রায়কে বিনা প্রতিদন্দ্বীতায় সম্পাদক ঘোষনা করা হয়। উক্ত নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু রামপ্রসাদ দত্ত। নির্বাচন শেষে প্রধান অতিথি সকলের সন্মূখে ফলাফল ঘোষনা করেন।

কলারোয়ায় বিজয় দিবসে শিশু-কিশোরদের  চিত্র অংকন প্রতিযোগিতা  
কলারোয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে এক চিত্র নঅংক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বেলা ১২টায় কলারোয়ার ইতিহ্যবাহী জিকেএNews-Photo-18-মকে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত চিত্র অংকন প্রতিযোগিতা আয়োজন করেন হাতে খড়ি নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ৪টি গ্র“পে চিত্র অংকন প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু-কিশোর অংশগ্রহন করেন। চিত্র অংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আইনজিবী আলী আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক জামিল হোসেন। চিত্র অংকন প্রতিযোগিতার বিচারক পিন্টু, সাইফ, মৌহুয়া। অনুষ্ঠানে ৪টি গ্র“পের মধ্যে বিজয়ী দিপ্ত সরকার, আরিদ সোহান, তাসনীম জামান এশা, হুমায়রা হিমু, হাফিজা সুলতানা,উম্মে মাহিমা বেলাল, ওয়াফা আল আফনান, সৈয়দা রাফিয়াতুন, দ্বীপ বিশ্বাস, কাজী তানজিম ফারিয়া তিতলী, রাফিয়াল, তাসফিন ফাহাদ,হৃদিকা ইসলাম, আনিকা তাহসিন, চিরনজিৎ দাস, ফারিহা সিদ্দিকী, আন্না আক্তার রতœাকে পুরস্কারিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি  পরিচালনা করেন হাতে খড়ির পরিচালক কাজী শাহিন।



মন্তব্য চালু নেই