ঝাউডাঙ্গায় শিশুদের সাথে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল চত্তরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে সোমবার বিকাল ৩টার সময় শিশু অধিকার প্রতিষ্ঠা এবং শিশু বিবাহ ও শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ইউপি সদস্য আয়জদ্দীন মোড়ল, আব্দুল মালেক, রজব আলী বিশ্বাস, ফারহানা মীরা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু যৌন নির্যাতন ও শিশু বিবাহ এটি একটি সামাজীক সমস্যা। কোন শিশুকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। তিনি আরো বলেন শিশু বিবাহ ও শিশু নির্যাতন রোধে আমাদের অবিভাবকদের সচেতন হতে হবে। সঠিক সময়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে সু শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলে আমরা আমাদের এই সামাজীক সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর এস এম আরিফুজ্জামান ও রেহেনা পারভীন।
মন্তব্য চালু নেই