জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে কলারোয়ায় র্যালী ও আলোচনা সভা
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ “শিক্ষার আলো জ্বালাবো-ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কলারোয়া উপজেলা প্রসাশন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্যাক্টর বৈদ্যনাথ সরকার, সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, আলমগীর হোসেন, রবি শংকর দেওয়ান, নাজমুল হাসান। অন্যান্যদের মধ্যে ছিলেন সহকারী ইন্সট্যাক্টর আশেকুজ্জামান, সঞ্জয় কুমার রায়, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রেহেনা পারভীন, তহমিনা পারভীন লিলি, শেখ নুরুল্লাহ, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম সিরাজ, নাসরিন বেবী, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী প্রমূখ।
মন্তব্য চালু নেই