কলারোয়া বেত্রবতী হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নতুন শিক্ষার্থীদের বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিএ’র সভাপতি মাওলানা ইছহাক আলি। সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুননেছা লুতু, কাজল মেম্বার, এসএমসি সদস্য শাহাদাৎ হোসেন, শেখ সাহিদুজ্জামান সাইদ, আব্দুল্লাহ শেখ, লিংকন, সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, প্রাক্তণ ছাত্র আলফাজ, ডালিম, মোস্তফা, আশিক, ফারুক, বিদায়ী শিক্ষার্থী আরিফুল, শান্তা, ইসরাইল, আল আমিন, ১০ম শ্রেণির ইমাম হোসেন, ৯ম শ্রেণির তন্ময়, ৮ম শ্রেণির জেরিন, ৭ম শ্রেণির মাহি, ৬ষ্ঠ শ্রেণির রিয়া পাল প্রমুখ। নবীন বরণ ও সংবর্ধনা সভার পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্কুলের পক্ষ থেকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ ও বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ে তাদের পক্ষ থেকে স্মৃতিস্বরূপ মূল্যবান সাউন্ড বক্সসহ সাউন্ড সিস্টেম তুলে দেয়। সভা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক। উল্লেখ্য, এ বছর বিদ্যালয় থেকে ৪৫ জন ছাত্র-ছাত্রী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। যার মধ্যে ২৫ জন ছাত্র আর ২০ জন ছাত্রী।
ফটো ক্যাপশন: কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বিদায়ী এস.এস.সি পরীক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া মূল্যবান সাউন্ড বক্সসহ সাউন্ড সিস্টেম প্রধান শিক্ষক ও অতিথিদের হাতে তুলে দিচ্ছেন শিক্ষার্থীরা।
মন্তব্য চালু নেই