কায়বা সীমান্তে ফেনসিডিলসহ দুই নারী আটক
কামরুল হাসান,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত সংলগ্ন কায়বা বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে। শনিবার দুপুরে সীমান্তবর্তী শার্শার কায়বা প্রাইমারি স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খুলনা ২১ বিজিবি’র আওতাধীন কায়বা বিওপি’র সুবেদার হরেকৃষ্ণ রায় সাংবাদিকদের জানান, হাবিলদার নুরুজ্জামানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা কায়বা প্রাইমারি স্কুল মোড়ে অবস্থানরত ২ নারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের কাছে ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। এসময় বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় আটক করা হয় শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মৃত উসমান গনির স্ত্রী ফাতেমা খাতুন (৩২) ও ঝিকরগাছা থানার রাজারডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী তাছলিমা খাতুন (৩৫) নামের ২ নারীকে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে কায়বা বিজিবি সূত্র জানায়।
মন্তব্য চালু নেই