কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ডোনারের নগদ অর্থ প্রদান

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মুলক কার্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে উন্নয়নের ধারাকে অব্যাহ রাখার জন্য স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে দুই জন সমাসেবক ব্যক্তি ডোনার হিসাবে নগদ অর্থ প্রদান করেছেন। গতকাল রোববার সকালে এ অর্থ প্রদান করেন ওই দুই সমাজসেবক। কলারোয়া বাজারের কাজী ষ্টোরের মালিক আলহাজ্ব কাজী সাহিদুজ্জামান সাঈদ এবং সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহা-পরিচালক কামরুল ইসলাম সাজু কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডোনার হিসাবে এ নগদ অর্থ প্রদান করেন। এসময় তারা, বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, ছাত্র/ছাত্রীদের পরিচয়পত্র ব্যবস্থা, শীতের পোশাকের ব্যবস্থাপনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে প্রশাংসা করেন।



মন্তব্য চালু নেই