কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে কলারোয়ায় ভ্যান-গরু ও ছাগল বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সোমবার সকালে কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে কলারোয়ায় আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় উৎপাদনশীল সম্পদ সহতা প্রদান হিসাবে ভ্যান গাড়ী, গরু, ছাগল ও সেলুনি দোকানেরর মালামাসহ ৩জন ভিক্ষুকের সহতা প্রদান করা হয়েছে। কারিতাস খুলনা অঞ্চলের কলারোয়া আইসিডিপি ঋষি প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট সুকুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কারিতাস খুলনা অঞ্চলের আইসিডিপি আরএন্ডআর লিগ্যাল প্রোমোটার এ্যাডভোকেট তাপস ভট্টাচার্য্য।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারিতাস কলারোয়ার পিআইসি সদস্য মিস্টার শিরিল মন্ডল, সাংবাদিক জুলফিকার আলী, কারিতাস কলারোয়ার সিডিএ প্রশান্ত দাস, দেব্রত মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ঋষি সম্প্রাদায়েরর সদস্যদের মধ্যে ৯টি ভ্যান গাড়ী, ৯টি গরু, ২০টি ছাগল, ১টি সেলুনি দোকানের ১সেট মালামাল ও তিন জন ভিক্ষুকের সহতা প্রদান করা হয়েছে।



মন্তব্য চালু নেই