পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের দাবীতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের র্যালী
আবুল কাসেম, সিনিয়র করেসপনডেন্ট: পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের দাবীতে র্যালী ও আলোচনা সভা করেছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে র্যালিটি মুক্তিযোদ্ধা ইউনিটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেখানে এসে শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার শফিক আহমেদ, উপজেলা সহকারী কমান্ডার আব্দুল করিম, বৈকারী ইউনিয়ন কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা সহকারী কমান্ডার ক্রীড়া ও সাহিত্য ইমান আলী, বাঁশদহা ইউনিয়ন কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তার অনেক কিছু আজও বাস্তবায়ন হয়নি। বাংলার স্বাধীন মাটিতে আজও অনেক যুদ্ধাপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াই এটি আমাদের জন্য বড়ই কষ্টের। সকল যুদ্ধাপরাধীদের শাস্তির দাবী জানিয়ে বক্তরা, প্রহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার দাবী জানান।
মন্তব্য চালু নেই