ঝাউডাঙ্গায় মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়ার্ড সভা অনুষ্ঠিত
মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা এর সহযোগীতায় ও অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা এর ব্যবস্থাপনায় সদর উপজেলা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে “মনোনীত এবং নিয়োজিত প্রতিনিধিদের জবাবদিহিতা দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধিকরণ প্রকল্পের” ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল গনি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক আছমত আলী চৌধুরী, সাংবাদিক মনোরঞ্জন, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মনোনীত এবং নিয়োজীত প্রতিনিধিরা এলাকার রাস্তা, কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রস্তাব করেন।
মন্তব্য চালু নেই