কলারোয়া বেত্রবতী হাইস্কুলে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণির শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিচারক শিক্ষকমন্ডলীদের বিবেচনায় নির্বাচিত ১০জন শিক্ষার্থীকে সুন্দর হাতের লেখা করায় উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়।
নির্বাচিত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ানের সার্বিক তত্ত্বাবধানে ৬ষ্ঠ শ্রেণির ১০১ জন শিক্ষার্থীর মধ্যে বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার মধ্যে ১০ জন নির্বাচিত ছাত্র-ছাত্রীকে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই