কলারোয়ায় রাত্রীকালীন প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

কলারোয়ায় রাত্রীকালীন প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আর্দশ দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী প্রীতি ফুটবল খেলায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ সানোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, কুমিরা কলেজের প্রভাষক আশরাফ আলী, ইউপি চেয়ারম্যন এসএম শহিদুল ইসলাম, মাদ্রাসার সুপার মুকুল হোসেন, সহকারী সুপার আলতাফ হোসেন, কলারোয়া থানার এসআই সোয়েব আলী, সোনাবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলাম কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, আ’লীগ নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, আফজাল হোসেন হাবিল, জালাল উদ্দিন, কাশেম আলী, ইউনুচ আলী, মুজিবুর রহমান, হবিবর রহমান হবি, শামছুর রহমান, রুহুল কুদ্দুস, শফি, রাশিদুল ইসলাম লিটন, ইব্রাহিম হোসেন, সাবেক সেনা সদস্য শহিদুজ্জামান, ইউপি সদস্য হাসান আলী, জাহানারা খাতুন, ফাতেমা বিল্লাল, রিফারী নাসির উদ্দিন, জামাত আলী, বাবলু, মনি প্রমুখ।

 

 

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে শিক্ষকদের                                                               দু’পক্ষের মারামারি ঘটনায় থানায় ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের চেয়ার দখলকে কেন্দ্র করে শিক্ষকদের দু’গগ্র“পের মাররামারির ঘটনায় থানায় এক পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। দু’ গ্র“পের পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে বধুবার রাতের কোন এক সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্র“পের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের দায়েরকৃত অভিযোগ পত্রটি আমলে নিয়ে এজাহারভুক্ত করা হয়েছে। মামলা (নং-৭ ,তাং-১৯ নভেম্বর’১৪)। সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বাদী হয়ে কলেজের ৬ জন শিক্ষককে আসামি করে মামলাটি করেছেন। আসামীরা হলেন- ১। সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল খায়ের(৪৭), ২। উপাধ্যক্ষ রেজাউল ইসলাম (৪৮), ৩। সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক সাহাদাৎ হোসেন (৪০), ৪। ইংরেজী বিভাগের প্রভাষক আনারুল ইসলাম (৪৫), ৫। জীব বিজ্ঞানের প্রদর্শক আবু তৈয়ব (৪৫) ও ৬। ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ইউনুস আলী খাঁন (৫০)। মামলার বিবরণে জানা যায়, বাদী সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বিভাগের কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন। সে সময় ১ নং আসামির নেতৃত্বে সকল আসামিরা সংঘবদ্ধ হয়ে তার রুমে প্রবেশ করে তাকে হুমকি-ধামকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার প্রতিবাদ করায় আসামি আবুল খায়ের তার মুখে চড়, ঘুষি, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে চশমা পা দিয়ে পাড়িয়ে দু’হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা চেষ্টা করেন। এ সময় তাঁর সাথে থাকা শিক্ষকরা তাকে  এলোপাতাড়ি মারপিট করে তাঁর রুমের আসবাবপত্র ভাংচুর করে নগদ ২৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকার ক্ষতিসাধণ করেন। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমসহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা ঘটনাস্থলে এসে আহত  অবস্থায় আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।
কলারোয়ায় পিএসসি পরীক্ষার প্রস্তুতি সভা
কলারোয়ায় ছোটদের এসএসসি খ্যাত পিএসসি বা সমাপনি পরীক্ষা সুষ্ঠু-সুন্দর পরিবেশে গ্রহণের জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সকল স্কুল ও মাদরাসার প্রধানNews-photo-----, হল সুপার ও শিক্ষকদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, শিক্ষক আনজুয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা পরিশংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

কলারোয়ায় কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ
কলারোয়ার কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুল হলরুমে অনুষ্ঠিত সভায় কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রফেসর নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রভাষক প্রল্লাদ সাহা, খাদ্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দীক, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, প্রভাষক সিদ্দিকুর রহমান, আব্দুল কাদেরসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ আরিুল ইসলাম।



মন্তব্য চালু নেই