কলারোয়ায় যুবলীগের গুপ্তহত্যা, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনের নেতৃত্বে প্রথমে মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ মাসুমুজ্জামান, সাবেক সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, হেলাতলা ইউপি আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক মেম্বার হাসান আলি, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, নাদিমুজ্জামান, গোলাম হোসেন, রুহান আলি, শামিমুল ইসলাম মিলন, অসিম মজুমদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, শেখ মেহেদি হাসান নাইচসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি/সম্পাদকবৃন্দ।
মন্তব্য চালু নেই