সাতক্ষীরায় সংঘর্ষ, পুলিশ আহত, গ্রেফতার ২
আবুল কাসেম, স্পেশাল করেসপনডেন্ট, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে রাস্তা নিয়ে সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, আশাশুনি গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান রিপনের সাথে তার প্রতিবেশি খায়রুল ইসলামের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই পক্ষ ইট-পাটকেল ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামে।
তিনি জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক পীযুষ কান্তি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছান। এ সময় তিনি সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এরই মধ্যে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন আশাশুনি গ্রামের বিল্লাল হোসেন ও আকতারুজ্জামান।
মন্তব্য চালু নেই