কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ
কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। জানা গেছে, উপজেলার শিবানন্দকাটি গ্রামের কেরাতম সরদারের কন্যা শিল্পি খাতুন (২৫) ও একই উপজেলার গয়ড়া গ্রামের নুর বকসের স্ত্রী রাবেয়া খাতুন (৬০), গত ১২নভেম্বর বুধবার সন্ধ্যায় অবৈধ ভাবে হিজলদী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের আরশিকাড়ী বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের দুজনকে আটক করে। পরে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় পতাকা বৈঠকের মাধ্যমে হিজলদী গ্রামের মেইন পিলার ১৪ এর কাছে আটককৃতদের বিজিবি’র কাছে হস্তান্তর করে। এঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের হয়েছে।
কলারোয়ায় র্যাব’র সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ৭শ’৯০ বোতল ফেনসিডিল উদ্ধার
কলারোয়ায় খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৭শ’৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ধানঘোরা গ্রামের মধ্যে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি র্যাব সদস্যদের নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ৩টি বাশের (চাস/চাটাই) উদ্ধার করে। পরে বাশের (চাস/চাটাই) এর মধ্যে র্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭শ’৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য ৩লাখ ৯৫ হাজার টাকা বলে জানা গেছে। এঘটনায় গতকাল রাতে কলারোয়া থানায় উদ্ধারকৃত ফেনসিডিল পরিতাক্ত দেখিয়ে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছে। যার ডায়েরী নং-৪৭৮।
কলারোয়ায় পুলিশের অভিযানে ৫বোতল মদসহ এক ব্যাক্তি আটক
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫বোতল মদসহ এক ব্যাক্তি আটক হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর বাজারের আহলে হাদিস মসজিদের সামনে থেকে উপজেলার ভাদিয়ালী গ্রামের আঃ আলিমের পুত্র আক্তারুজ্জামান(২৫)কে আটক করে। এসময় পুলিশ তার দেহ তল্লাসী চালিয়ে ৫ বোতল মদ উদ্ধার করে। যার বাজার মুল্যে ২হাজার ৫শত টাকা। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মন্তব্য চালু নেই