সাতক্ষীরায় দলিত, হরিজন ও বেদে জনগোষ্টির জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার
আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় দলিত, হরিজন ও বেদে জনগোষ্টির জীবন মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর বুকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই সাফল্যের মূলেই রয়েছে সকল শ্রেণি পেশার মানুষের অবদান। সকল শ্রেণি পেশার মানুষের কর্ম দক্ষতায় আজ দেশ এগিয়ে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মশালা থেকে দক্ষতা অর্জনের মাধ্যমে আপনারা আগামী দিনে দেশের উন্নয়নে কাজ করবেন বর্তমান সময়ে আইটি প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই উপার্জন করছে অনেকেই। আপনাদের ছেলে মেয়েদের আইটি বা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবেন। যাতে তারা নিজেরা স্বাবল্বম্বী হতে পারে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শশাংঙ্ক কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিঃ অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র হালদার প্রমুখ। সেমিনারে দলিত, হরিজন ও বেদে জনগোষ্টির জীবন মান উন্নয়নে ৫০জন কে প্রশিক্ষণ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার কে.এম ওবায়দুল্লাহ আল মাসুদ।
মন্তব্য চালু নেই