সাতক্ষীরায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা
“নারীর রাজনৈতিক ক্ষমতা” প্রকল্প উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের স্টান্ডিং কমিটি পর্যায়ে যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রিপ ট্রাস্ট সাতক্ষীরা’র আয়োজনে ও সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন এর অর্থায়নে জেলা প্রিপ কার্যালয়ে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা মেডিকেল টেকনোলোজিস্ট শেখ আব্দুল বারী। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মরিয়ম খাতুন, আকলিমা বেগম, জাহানারা খাতুন, শেফালী রানী, আকলিমা খাতুন, আব্দুল ওহাব, লিলিমা বেগম, মোঃ অয়জদ্দীন মোড়ল, আঞ্জুয়ারা প্রমুখ। কর্মশালায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সমস্যার কথা উল্লেখ করেন এবং তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রিপ ট্রাস্ট সাতক্ষীরা’র প্রোগ্রাম অফিসার এস.এম সোহেল পারভেজ।
ফিংড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপ-নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা:
ফিংড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্যপদে উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ওয়ার্ড সদস্যের ছেলে প্রার্থী মোঃ জাহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন মারুফ, শেখ জাহিদ হাসান, মইনুল ইসলাম, ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহাগ হোসেন, সাধারন সম্পাদক আজয় দাশ, যুবলীগ নেতা বিশ্বজিৎ বাছাড়, গোলাম মোস্তফা, হুমাউন কবির, মনিরুল ইসলাম মনি প্রমুখ। উল্লেখ্য গত ১৫ জুন ফিংড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে আগামী ১৮ ই নভেম্বর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই