কলারোয়ায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত

‘আলোকিত মানুষ চাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের প্রথিতযশা বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্যাহ আবু সাইদ স্যারের গড়া প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে সারাদেশের মতো সাতক্ষীরার কলারোয়াতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সদস্যদের ঘন্টাব্যাপী এক মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে ঘন্টাব্যাপী উপজেলার ৭৯টি স্কুল-মাদরাসায় এ কর্মসূচির ১০ হাজার ৫’শ ৮৮ জন সদস্য (ছাত্র-ছাত্রী) ওই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে প্রাথমিক ভাবে জানান কর্মসূচির দায়িত্ব প্রাপ্ত সমন্বয়কারী রাজেদুল ইসলাম।

পরীক্ষা চলাকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক স্কুল-মাদরসা ঘুরে দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

তিনি এসময় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তবে পরীক্ষায় প্রকৃতপক্ষে কতজন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে আর কতজন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেনি সেটি এ রিপোর্ট লেখা পর্যন্ত জনাতে পারেননি কর্মসূচির সমন্বয়কারী রাজেদুল ইসলাম। তিনি বলেন, এ তথ্য পুরোপুরি দিতে এখনও অনেক সময় লাগবে।



মন্তব্য চালু নেই