কলারোয়ায় সেকায়েপ’র প্রশ্নপত্র বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় সেকায়েপ’র পরীক্ষার প্রশ্ন-মূল্যায়নপত্রসহ আনুষাঙ্গিক সরঞ্জমাদি বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ প্রশ্নপত্র বিতরণ করা হয়।
‘আলোকিত মানুষ চাই’ -স্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৫ শিক্ষাবর্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলার ১০,৫৮৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ প্রশ্নপত্র বিতরণ করা হবে।
প্রশ্নপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারি রাজেদুল ইসলাম, শেখ জাহিদ হাসান, মাস্টার উৎপল কুমার সাহা, সেলিম রেজা, হোসনে আরা, জেসমিন আরা, ঝর্না খাতুন, শামিম রেজা, অহিদুজ্জামান প্রমুখ।
মন্তব্য চালু নেই