নীতিমালা ভঙ্গের অভিযোগে কলারোয়া বাস-ট্রাক টার্মিনালের ইজারা বাতিল

কলারোয়ায় বাস-ট্রাক টার্মিনালের বাংলা ১৪২২সনের সর্বোচ্চ দরদাতা আলহাজ্ব শেখ তোফাজ্জেল হোসেন মানিক অফিস কর্তৃক প্রদেয় সময়ের মধ্যে দরপত্রের সাথে বায়নার টাকা ছাড়া আর কোন টাকা পরিশোধ করেনি। যা হাট-বাজার নীতিমালায় সম্পূর্ণ পরিপন্থি কাজ।
এমতাবস্থায় হাট-বাজার নীতিমালা অনুযায়ী এবং অত্র পরিষদে আগষ্ট-১৫ মাসের মাসিক সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক জমাকৃত বায়নার টাকা বাজেয়াপ্তসহ ইজারা বাতিল করা হয়েছে।
যা কলারোয়ার পৌরসভার (কলা/পৌর/বাস-টার্মিনাল/২০১৫/৩৯৪ নং স্বারকে) সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ কলারোয়া থানা, সচিব/সহকারী প্রকৌশলী কলারোয়া পৌর সভাসহ সকল কাউন্সিলরকে অনুলিপি প্রদান করা হয়েছে।
কলারোয়া পৌর সভার মেয়র(ভারপ্রাপ্ত)রফিকুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত কপি গত ৩০/৯/১৫ তারিখে সকল দপ্তরে পাঠানো হয়েছে বলে পৌর সভা সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই