ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশের কিংবদন্তি শিক্ষক নেতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজারে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ আমানুল্লাহ’র নিজ গ্রাম উপজেলার ঝাঁপাঘাটে তাঁর মাজারে দোয়া অনুষ্ঠান ও মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কল্যাণ সমিতি, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ ফ্রন্ট, কলেজ শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি, কলারোয়া প্রেসক্লাব, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, এমআর ফাউন্ডেশন, বাজার ব্যবসায়ী সমিতি, শেখ আমানুল্লা ডিগ্রী কলেজ, কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুলসহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত শেখ আমানুল্লাহ’র বড় পুত্র প্রফেসর এস.কে সাইয়েদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, প্রাক্তন অধ্যক্ষ রইছ উদ্দীন, অধ্যক্ষ আইয়ুব আলী, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যাপক আবুল খায়ের, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, সিনিয়র সহ.সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, জেলা শিক্ষক সমিতির সহ.সভাপতি ইনামুল হক, আ: আজিজ, সাধারণ সম্পাদক শফিউদ্দীন, জেলা সমিতির কোষাধ্যক্ষ সুকৃতি বাবু, মাগফুর রহমান, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, এমএ সাজেদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাজেদুল ইসলাম নূরানী, প্রয়াত আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র পুত্র-কন্যাসহ উপজেলার বিশেষ ব্যক্তিবর্গ ও সুধিজন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবলিক ইনস্টিটিউট সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। এদিকে, এ রিপোর্ট লেখার সময় বিকেল ৪টায় পাবলিক ইনস্টিটিউটে কিংবদন্তি শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা চলছে।
উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে বেলা ১২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকলকে শোক সাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব শেখ আমানুল্লাহ।
মন্তব্য চালু নেই