ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে

সাতক্ষীরার কলারোয়ায় ফলজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার কলারোয়া ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টায় উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামী ব্যাংক কলারোয়া শাখার এভিপি আবুল হোসেনের সভাপতিত্বে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার খা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বামনখালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, সাংবাদিক আসাদুজ্জামান শাহিন, ব্যবসায়ী রেজাউল ইসলাম, আঃ রশিদ, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, ডাঃ পলাশ, ডাঃ সিরাজুল ইসলাম, পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রজেক্ট অফিসার আব্দুল হামিদ, মনিরুল ইসলাম, জুনিয়র ইউনিট অফিসার আমির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লি উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার কামরুজ্জামান। আলোচনা সভা শেষে যুগিখালী ইউনিয়নে ৫হাজার, ৫শ’৫০ জন পল্লি উন্নয়ন সদস্যদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই