সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ সিরাজুম মুনিরা রাফা

দেশব্যাপি সৃজনশীল মেধা অন্বেষণের লক্ষ্যে সরকার একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে দেশব্যাপি ০৩ (তিন) টি গ্রুপে ও ০৪(চার)টি বিষয়ে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ০৯-মার্চ সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ওই প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সিরাজুম মুনিরা রাফা দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। তার পিতা মোঃ আবদুল হামিদ কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি জানান (০১৭১৭-২৩৯৯৮৯) যে আগামী ১৩ মার্চ বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ওই প্রতিযোগিতায় যথারীতি সে অংশগ্রহণ করবে। তিনি সকল বিচারকমন্ডলিকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি আশাবাদি যে জাতীয় পর্যায়েও তাঁর মেয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।



মন্তব্য চালু নেই