সার্কাসের মোটর সাইকেল ছিটকে দর্শক সারিতে, শিশু নিহত
কুমিল্লার চান্দিনায় দৃষ্টি প্রতিবন্ধী শিল্পপণ্য বাণিজ্য মেলায় খেলা দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল দর্শকদের উপর ছিটকে পড়ে হৃদয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় কুমিল্লার বরুড়া উপজেলার রতন শীলের ছেলে। সে চান্দিনা পাইলট হাইস্কুল মার্কেটে একটি দোকানে কাজ করত।
আহতদের মধ্যে মো. গিয়াস উদ্দিন, মো. আলাউদ্দিন, মো. সেলিম, হাজেরার নাম জানা গেছে। এ ছাড়া সার্কাস প্রদর্শনকারী মোটরসাইকেল চালক আরিফুর রহমানও আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে ঘোরার সময় চালক আরিফুল নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এর মোটরসাইকেলটি দর্শকসারির ওপর ছিটকে পড়ে। এতে শিশু হৃদয়সহ অন্তত ১৬ জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর হৃদয়ের মৃত্যু হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য চালু নেই