বঙ্গোপসাগরে তিন ট্রলারসহ ২৫ জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তাদের মুক্তি দিতে মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে তারা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে একশ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

ট্রলার তিনটি হলো- পটুয়াখালীর আলীপুরের বেল্লাল মিয়ার মালিকানাধীন এফবি পঙ্খীরাজ, আ. রহিমের এফবি রহিম ও মাহে আলমের এফবি মাহে আলম।

অপহরণের শিকার ২৫ জেলের মধ্যে নূর আলম মাঝি, সব্বির মাঝি ও ইউনুছের নাম জানা গেছে।

জানা গেছে, রাতে সুন্দরবন থেকে হঠাৎ কয়েকজন জলদস্যু তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে। মুক্তি দিতে মাথাপিছু ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন দস্যুরা ফোন করেন।

কোস্টগার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. এস এ রউফ বলেন, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে খবর পেয়ে নিজামপুর, রামনাবাদ ও রাঙ্গাবালী থেকে আমাদের জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।



মন্তব্য চালু নেই