গন্ধমতি আস্তানায় দুই জঙ্গি ছিল, পুলিশ বলছে পালিয়েছে

কুমিল্লার গন্ধমতি জঙ্গি আস্তানায় দুইজন জঙ্গি ছিল। তারা পালিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেখানে আনিস (২০) ও রনি (২২) দুই জঙ্গি ছিল। আনিসের বাড়ি নোয়াখালী। রনির বাড়ি রাজশাহী। তাদের বিস্তারিত তথ্য ও ছবি আমাদের কাছে রয়েছে।’ ‘জঙ্গি থাকার খবর পেয়ে আমরা ওই বাড়ির পেছনের দরজা ও সামনের দরজা লক করে দিই। কিন্তু ৫ কেজি ওজনের দুটো বোমা পেয়েছি আর চারটা গ্রেনেড পেয়েছি। জঙ্গিরা কোনো এক সময় পালিয়ে গেছে। ভেতরে আরো দুইটা ব্যাগ আছে। সেখানে বিস্ফোরকও রয়েছে।’

তিনি জানান, চট্টগ্রাম থেকে আটক জঙ্গিদের দেওয়া তথ্যমতে কুমিল্লার জঙ্গি আস্তানার খোঁজ মেলে। রনি পুরনো জেএমবির সদস্য। পরে তারা নব্য জেএমবির সদস্য হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন, ওই এলাকায় এখনো ১৪৪ ধারা জারি আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। আগামীকাল সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারো অভিযান চলবে।



মন্তব্য চালু নেই