কুমিল্লায় ফল বিপর্যয়, ৪১% শিক্ষার্থীই ফেল

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। তবে সবচেয়ে বেশি খারাপ করেছে কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীরা। সারাদেশে মোট পাসের হার ৮০ দশমিক ৩৫ হলেও এ বোর্ডটিতে মাত্র ৫৯ দশমিক ০৩ শতাংশ। অথচ তার আগের বছর কুমিল্লায় পাসের ছিল ৮৪ শতাংশ, ২০১৫ সালে ছিল ৮৪ দশমিক ২২ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮৩ হাজার ৮০৬ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ আট হাজার ১১১ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৫০ শিক্ষার্থী।

বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক কাউসার আহমেদ জানান, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম পাস করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ। সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, পাসের হার ৮৪ দশমিক ১৬ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৫৭ শতাংশ।

কুমিল্লা বোর্ডে গণিতেই ফেল করেছে ৩৪ হাজার ৬৬৯ এবং ইংরেজিতে ২৫ হাজার ৬০৬ পরীক্ষার্থী।



মন্তব্য চালু নেই