কুমিল্লায় আওয়ামী লীগের লোকজন বেইমানি করেছে : আফজল

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজল খান বলেন, দলের লোকজনের বেইমানির কারণে পরাজয় হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে আফজল খান এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খান বলেন, ‘রেজাল্ট তো গণমাধ্যমে দেখছেন। কী কারণে আমরা হারতে যাচ্ছি সেটাও তো মিডিয়ায় বলা হচ্ছে, দেখানো হচ্ছে। মূলত আওয়ামী লীগের লোকজনের বেইমানির কারণেই এটা হয়েছে।’

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু বেসরকারি ফলাফলে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

কে কে বেইমানি করেছে এমন প্রশ্ন করা হলে এ বিষয়ে আফজল বলেন, ‘আমি কিছু বলব না।’

এ সময় আওয়ামী লীগ থেকে মনোনীত স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের প্রসঙ্গ তুললে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে বাহাউদ্দিন বাহার বলেন, ‘অনেক চেষ্টা করেও পাস করাতে পারলাম না। এ জন্য অনেক কষ্ট হচ্ছে।’

কুসিক নির্বাচনে দলের কেউ বিরোধিতা করেছে কি না তা এখনো স্পষ্ট নয় বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, দলীয় কোন্দলে এমন কিছু হয়ে থাকলে এলাকায় খবরাখবর নিয়ে পরে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই