সাতক্ষীরা সদর উপজেলার নেবাখালীতে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা ,খামার বাড়ী এর প্রধান প্রশিক্ষক জি এম এ গফুর বলেছেন, ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদনের ক্ষেত্রে অর্গানিক সার ও অর্গানিক কীটনাশকের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, শাঁখ সবজি,খাদ্য শস্য সহ কৃষিজাত পণ্য উৎপাদনে ব্যাপকভাবে রাসায়নিক সার ও কীট নাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে আমরা নানা রকমের রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের কে রোগ মুক্ত থাকতে হলে বিষমুক্ত খাদ্য খেতে হবে।
তিনি সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার অশাশুনী উপজেলায় বাস্তবায়িত ৩ টি আই এফ এম কৃষক মাঠ উদ্ধুদ্ধ করণ ভ্রমন উপলক্ষে সদর উপজেলার নেবাখালী গ্রামে তাহসিন এগ্রোফার্ম স্বত্বাধিকারী শাহানা সুলতানার বাড়িতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আশাশুনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউর রহমানের সভাপতিত্বে ঐ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক, শিবপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাইজুল ইসলাম, বেসরকারী সাহায্য সংস্থা সাউন্ড এর প্রধান সমন্বয়কারী একরামুল কবীর, আই এফ এস সি ক্লাবের সদস্য কৃষক সনৎ কুমার সিংহ,কৃষানী রোজিনা খাতুন, মাষ্টার সহিদুজ্জামান প্রমূখ।
সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট প্রকল্প এর আওতায় খরিপ ২ , ২০১৫-১৬ ূমৌসূমে সাতক্ষীরার আশাশুনী উপজেলায় বাস্তবায়িত ৩ টি আই এফ এম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষনার্থীদের নিয়ে ঐ উদ্ধুদ্ধকরণ সভায় ৩০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থীরা আলোচনা সভা শেষে ঐ গ্রামের তাহসিন এগ্রোফার্মের ভার্মি কম্পোস্ট সার প্রকল্প এবং কম্পোস্ট সার দিয়ে উৎপাদিত শাখ সবজির ক্ষেত পরিদর্শন করেন।
উল্লেখ, ফার্মটি ২৬ টি হাউজে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছে। এবং এলাকার চাহিদা মিটিয়ে অন্য এলাকাতে ও রপ্তানী করছে।
মন্তব্য চালু নেই