সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের সাবেক কর্মকর্তা জি.এম কওছার আলী’র দাফন সম্পন্ন
সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের সাবেক কর্মকর্তা কাটিয়া মাস্টারপাড়াস্থ আলহাজ্ব জি.এম কওছার আলী (৬২) সড়ক দুর্ঘটনায় (মটর সাইকেলের ধাক্কায়) আহত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রাসমোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বুধবার সকাল ৮টায় সাতক্ষীরা টেনিস মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযা পুর্বক বক্তব্য রাখেন সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ ও মরহুমের পুত্র মোঃ নুরুজ্জামান প্রমুখ।
নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের আরি জিএম কওছার আলী, সহকারী প্রকৌশলী জুয়েল রানা, আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখা’র সাধারণ সম্পাদক প্রফেসর খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, পৌর প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌলা সাগর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, শেখ আবু জাহিদ ডাবলু, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা গোলাম মোস্তাফা, মোঃ মোকছেদ আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ। জানাযা নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুর রব।
নামাজে জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ী শ্যামনগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃক নব নির্মিত হিমঘরে এই প্রথমবারের মতো লাশ রাখা হয়।
মন্তব্য চালু নেই