সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ১০টি পেট্রল বোমা উদ্ধার করেছে র্যাব
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ১০টি পেট্রল বোমা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার গভীর রাতে বোমাগুলো উদ্ধার করা হয়। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান জানান, রাতে ওই এলাকায় নিয়মিত টহলে যায় র্যাব সদস্যরা। এ সময় বড় ধরনের নাশকতার পরিকল্পনায় পলিটেকনিক মোড়ে অবস্থান নেয়া অবরোধকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে বোমাগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে র্যাব সদস্যরা।
মন্তব্য চালু নেই