সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা
আব্দুর রহমান : সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান (উল্লাস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম মাহাবুবর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক নাজমুন লায়লা, তৈবুর রহমান, সিরাজুল ইসলাম, জাহিদ হাসান, শামীম, সাবিনা শারমিন, আকতারুজ্জামান, কবির প্রমুখ।
অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থী ও অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ৫ম শ্রেণিতে ১৪ জন, ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের মাঝে এ ক্রেস্ট প্রদান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারুক হোসেন।
মন্তব্য চালু নেই