সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিডিও কনফারেন্স

আব্দুর রহমান, সাতক্ষীরা : সন্ত্রাসীদের বিষয়ে সবাইকে আরো সচেতন ও সর্তক হওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এসব কর্মকান্ডে বিএনপি-জামায়াত ও যুদ্ধাপরাধীদের পরিবারগুলোর সম্পৃক্ততার তথ্য রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করতে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গী মোকাবেলা করতে হবে।’

বুধবার (১৩ জুলাই) বিকেলে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করতে বাংলাদেশের সকল জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এম.এম মঈনুল ইসলাম, এন.এস.আই’র উপ- পরিচালক মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ.বি.এম মুস্তাকিম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি এড.আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মঈন উদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই