পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে নতুনধারা জয়ী
সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র পক্ষ থেকে অভিনন্দন
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে নতুনধারা পরিষদ জয়লাভ করায় সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। শনিবার দুপুরে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র এক সভায় এ অভিনন্দন জানানো হয়। সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আহবায়ক কাজী মুহম্মদ অলিউল্লাহ’র নের্তৃত্বে নতুন ধারা পরিষদ প্যানেলে সাতক্ষীরা জেলা থেকে ৩৬ জনের মধ্যে ৩১ জন ভোটার ভোট প্রদান করে। নির্বাচনে মোট ৩৬০০ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে নতুন ধারা পরিষদ এর ২৩ জন এবং ঐক্যজোট ১২জন বিজয়ী হওয়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সাতক্ষীরা জেলা শাখা’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মতিঝিল পোস্ট অফিস হাইস্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই