সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৬-১৭ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৬০ জন ভোটারের মাধ্যে ৮৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক এবং সদস্য হিসেবে ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী ও সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী এড. আব্দুর রউফ।

নির্বাচনে সহ সভাপতি হিসেবে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ তৌহিদুর রহমান ডাবলু, ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুর রহমান ও ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী মুহম্মদ অলিউল্লাহ। সহ সভাপতি পদে পরাজিত হয়েছেন আব্দুর রাজ্জাক (৪ ভোট), গোলাম মোস্তফা (২ভোট) ও শেখ মামুনার রশীদ পেয়েছেন ১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আজিজুল হক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন ৫ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী সিরাজুল হক, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মাহমুদুল হক পেয়েছেন ৪ ভোট। সহ সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মুজিব হোসেন নান্নু, প্রতিদ্বন্দ্বি প্রার্থী জি,এম মাহাবুবর রহমান পেয়েছেন ৩ ভোট।

ক্যাশিয়ার পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু দাউদ, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ৩ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আব্দুল মজিদ (৮৪ভোট), এ.এস.এম আজিজ হাসান (৮১ভোট), এস.এম আব্দুস সাত্তার (৮১ভোট), কাজী আমিরুল হক (আহাদ) (৮১ভোট), কাজী মনিরুজ্জামান মুকুল (৮২ভোট), কাজী সাফিউল আযম (৮২ভোট), কাজী ছুফীউল্যা ফারুকী (আবু কাজী) (৮১ভোট), মোঃ গোলাম মোস্তফা (৮০ভোট), মোনায়েম খান চৌধুরী (৭৮ভোট), মোঃ আব্দুর রহমান (৭৮ভোট), মোঃ আব্দুল খালেক (৮৩ভোট), মোঃ নজরুল ইসলাম (৭৭ভোট), মোঃ সেলিম রহমান (৭৬ভোট), শেখ আব্দুল মাসুদ (৭৮ভোট), শেখ আবুল কালাম (৮১ভোট), সৈয়দ মাহমুদ পাপা(৮০ভোট) ও মোঃ হাদিউজ্জামান (৭৯ভোট)। সদস্য পদে পরাজিত হয়েছেন আ.ন.ম নাজমুল উলা (৪ভোট), আজহারুল ইসলাম (৪ভোট), আহসান কবির (৪ভোট), আহমেদ তানভীর (৩ভোট), এড. সিরাজুল ইসলাম (৫ভোট), গোলাম ওয়ারেশ (৪ভোট), ডাঃ একরামুল হক (২ভোট), ডাঃ এস.এম মাহফুজার রহমান (৬ভোট), মীর আমজাদ হোসেন (৬ভোট), মোঃ মনিরুজ্জামান (৬ভোট), মোস্তাফিজুর রহমান উজ্জল (৪ভোট), লুৎফর রহমান (৩ভোট) ও হাসিবুর রহমান রণি (৪ভোট)। নির্বাচনের ভোট গনণা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক স্বাক্ষরিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ তথ্য জানানো হয়।



মন্তব্য চালু নেই