সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কলারোয়ায় মতবিনিময়

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান মতবিনিময় কার্যক্রমের ৬ষ্ঠ সভা শনিবার কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ। বক্তারা সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদ সাতক্ষীরায় সুন্দরবন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জেলার সকল মানুষের সহযোগিতা কামনা করেন। জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী প্রফেসর এমএ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. ওসমান গণি, এপিপি এড. ওকালত হোসেন, এড. এবিএম সেলিম, সাতক্ষীরা পল্লিমঙ্গল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ইউনুছ আলি, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক অনির্বাাণ যুগ্ম সম্পাদক বুলু আহমেদ, কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, দৈনিক ইত্তেফাক’র কলারোয়া প্রতিনিধি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, শিশু ল্যাবরেটরির প্রধান শিক্ষক ইমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির নেতা এম মুনসুর আলি, আশরাফ আলি, কর্ডোভা’র অধ্যক্ষ আমিরুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী, আজগার আলি, গোলাম রসুল প্রমুখ। সুন্দরবন বিশ্ববিদ্যালয়ের এ মত বিনিময় সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ কলারোয়া, দৈনিক অনির্বাণ ও আজকের সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চলন করেন এড, কাজী আব্দুল্লাহ আল হাবিব।



মন্তব্য চালু নেই