সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য আউটসোর্সিং প্রশিক্ষন অনুষ্ঠিত

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য আউটসোর্সিং প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষনের আয়োজন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়।
দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাসীন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ।
সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো- সাংবাদিকতার পাশাপশি আউপসোসিং এর মাধ্যমে আয় বৃদ্ধি করা । প্রশিক্ষনে লানিং এন্ড আর্নিং এর নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষনে সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন।



মন্তব্য চালু নেই