সাতক্ষীরায় সনাক, ইয়েস, স্বজন ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সনাক, ইয়েস, স্বজন ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে ধুলিবাড়ি আ¤্রকাননে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর ড. দিলারা বেগম। সভার শুরুতে জাতীয় সংগীত ও টিআইবি’র থিম সংগীত পরিবেশিত হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন যৌথসভা প্রস্তুত কমিটি’র আহবায়ক ও সনাক সহ সভাপতি মোঃ আবুল বাসার পল্টু, বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ, বিবেক ২য় বছরের (অক্টোবর-১৫ থেকে সেপ্টম্বর ১৬ পর্যন্ত সময়ের কর্মপরিকল্পনা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক উপস্থাপন করেন সহ ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) নারায়ণ চন্দ্র দাস। এছাড়া বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, সনাক সদস্য প্রভাষক অলিউর রহমান, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, প্রভাষক মোমেনা খানম, মঈনুর রহমান মঈন, টিটু, আবদুস সামাদ, সাইফুল ইসলাম, পিযুষ কান্তি ঘোষ, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, দেবাশিষ বিশ্বাস রাকেশ, জুলফিকার হোসেন, ইসরাত জাহান তন্বী, প্রদীপ, মাহমুদ ইসলাম প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে বিবেক প্রকল্পের কার্যক্রম আরসিএফ অনুযায়ী প্রত্যাশিত ফলাফল অর্জন বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র খুলনা কাস্টার প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ।



মন্তব্য চালু নেই